২৭ জুলাই, ২০২৪, শনিবার

সাকিবের এমন আচরণে মনে কষ্ট পেয়েছেন সুজন!

Advertisement

সাকিবের সাথে গভীর সম্পর্ক খালেদ মাহমুদ সুজনের। দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য সুজন সবসময়ই সাকিবের সাথে পরামর্শ করে থাকেন। সেই কারণেই যখন বোর্ড কর্তাদের নিয়ে প্রশ্ন তুলছিলেন সাকিব তখন শুধু একটি মাত্র মানুষকে নিয়ে কোন ধরনের মন্তব্য করেননি সাকিব। তিনি হলেন খালেদ মাহমুদ সুজন। সাকিব তখন বলেছিলেন, বোর্ড কর্তাদের মধ্যে শুধু সুজন ভাই দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে ভাবেন। তবে সাকিবের এমন আচরণে মনে কষ্ট পেয়েছেন খালেদ মাহমুদ। সুজন বলেছেন সাকিব আসলে তাকে কিছু বলেনি, সাকিব কথা বলেছিলো আবাহনীর সমর্থকদের নিয়ে।

ক্রিকেট বিষয়ক অনলাইন পোর্টাল বিডি ক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাতকারে সুজন বলেছেন, আমি চাই সাকিব-তামিমরা দলে থাকতে থাকতেই যেন বাংলাদেশ বিশ্বের সেরা দল হয়। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম তিনটি দলের মধ্যে থাকবে। আশা করছি সাকিব সেটা পারবে। সে একা বিশ্বসেরা হয়েছে কিন্তু দর হিসেবে তো এখনও সেরা হতে পারেনি। আমার প্রত্যাশা সাকিব দল হিসেবে বাংলাদেশকে বিশ্বের সেরা দলে পরিণীত করবে। আসলে এসব বিষয় নিয়ে এত না ভেবে আমাদের ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। দেশের ক্রিকেট ভালো করলে এসব ব্যাপার আসলে কিছু না।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement