২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

সাকিবের পারফরম্যান্স নিয়ে নান্নুর মন্তব্য

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুয়ে অবস্থান করছে ফরচুন বরিশাল।

বিপিএল ৬ ম্যাচে তিন ফিফটির সাহায্যে ২৭৫ রান করে শীর্ষে রয়েছেন সাকিব। আর বল হাতে ৬ ম্যাচে তার শিকার ৩ উইকেট। 

গত শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৩ বলে ৮৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন সাকিব। তার আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৫ বলে ৮১ রানের ঝরো ইনিংস খেলেন বরিশালের এই অধিনায়ক। 

বিপিএল চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাকিব।  

বিপিএলে সাকিবের নান্দনিক পারফরম্যান্স নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সেরা খেলোয়াড়ের সেরা পারফরম্যান্স দেখতে সব সময় ভালো লাগে। আমি উপভোগ করছি, যথেষ্ট ভালো লাগছে।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। ওকে আগে খেলতে দেন। অনেক দিন পর এসে পারফর্ম করা একটা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement