জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে রান পেয়েছে সাকিব আল হাসান। বেশ কিছুদিন হয় রানের বাইরে ছিলেন এই সুপারস্টার। তবে প্রস্তুতি ম্যাচের ব্যাটিং দেখে স্বস্তিতে ফিরেছে টাইগারদের কোচিং স্টাফ। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ৭৪ রানের ইনিংস খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এই ইনিংস খেলতে গিয়ে তিনি ১৪ বার বাউন্ডারি ছাড়া করেছেন বল। হাঁকিয়েছেন বিশাল এক ছক্কা। মাত্র ৫৬ বলে ১৩২ স্ট্রাইক রেটে তিনি এই রান করে মাঠ ছাড়েন।
শেষ খবর পর্যন্ত ক্রিকে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬৬ রান। এছাড়াও সাইফ করেছেন ৬৫ ও শান্তের ব্যাট থেকে এসেছে ৫২ রান।