ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে বায়োবাবল না মেনে অনুশীলনের সময় বাইরে থেকে একজন নেট বোলার মাঠে প্রবেশ করিয়ে সমালোচনার মুখে পরে সাকিবের সাথে সাথে ঢাকা মোহামেডানও। বিষয়টি বিসিবির নজরে এলে সাকিব এবং তার দল মোহামেডানের বিরুদ্ধে জৈব সুরক্ষা বলায় ভাঙ্গার অভিযোগ তোলেন অনেকেই। এই বিষয়টি নজরে এনে তদন্ত শুরু করে সিসিডিএম।
বুধবার দুপুরে এক ভিডিও বার্তায় সিসিডিএমের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ বলেন, এই ঘটনার জন্য আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চিঠি দিয়েছি। তাদের কাছে আমরা বায়োবাবল ভাঙ্গার কারণ জানতে চেয়েছি। তারা ফিরতি চিঠিতে আমাদের কারণ জানাবার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সিসিডিএমের চেয়ারম্যান আরও বলেন, আমরা নিজেদের মত করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এবং আমরা চাইবো এই টুর্নামেন্টে যেন আর কোউ বায়োবাবল সুরক্ষা না ভাঙ্গে।