২৭ জুলাই, ২০২৪, শনিবার

সাগরে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে তৌনিক মকবুল নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌনিক মকবুল (২৩) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

তৌনিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তৌনিকের বন্ধু সাদমান সাকিব সাংবাদিকদের বলেন, তিন বন্ধু গতকাল মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে আসে। বুধবার দুপুরে সী গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তারা। পরে তৌনিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম। তিনি বলেন, নিখোঁজের খবর পেয়ে সৈকতকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌনিক নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement