১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬৪.১৯

Advertisement

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ১৯ শতাংশে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও তিন জনের। এছাড়া ৮১ জনের নমুনা পরিক্ষায় ৫২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।সাতক্ষীরায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় ৫ জুন থেকে দেওয়া এক সপ্তাহের লকডাউন বর্ধিত করে ১৭ জুন পর্যন্ত বাড়ানো হয়। গত বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। 

জেলায় এ পর্যন্ত ২ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট ৫২ জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৪৫ জন।  

সাতক্ষীরায় করোনার ঊর্ধ্বমুখী নিয়ন্ত্রণে পুলিশ শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। কিন্তু হাট-বাজারের সাধরণ মানুষ কোন ভাবে স্বাস্থ্যবিধি মানছে না। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement