২৭ জুলাই, ২০২৪, শনিবার

মসজিদে শুটিং করায় পাকিস্তানি নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Advertisement

বলিউডের ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে অভিনয় করে বেশ পরিচিতি পান পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লাহোরের বিচারিক আদালত।

জানা যায়, এক ঐতিহাসিক মসজিদে ড্যান্স ভিডিও শুট করার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছিল লাহোর পুলিশ। সেই মামলার জেরে এ আদেশ। একই সঙ্গে পাকিস্তানি সংগীতশিল্পী বিলাল সাঈদের বিরুদ্ধেও জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বলা হচ্ছে, সাবা ও সাঈদের বিরুদ্ধে আদালতের শুনানি অগ্রাহ্য করার অভিযোগ আনা হয়েছে। বারবার শুনানির তারিখ এড়িয়ে যান তারা।

গত বছর পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, লাহোরের পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খানে নাচের দৃশ্য শুট করেছিলেন তারা। যার ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ অফিসারকে। সাধারণ মানুষ ক্ষোভের মুখে পড়ে এবং মামলা দায়ের হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন সাবা ও সাঈদ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement