২৭ জুলাই, ২০২৪, শনিবার

সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ট্রফি নিজেদের ঘরে তুলেছে টাইগাররা। এই ম্যাচে পরিক্ষা-নিরীক্ষাতেই বেশি মনযোগী টাইগারদের টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া শরিফুলের জায়গায় ইনজুরি কাটিয়ে দলে এসেছেন মোস্তাফিজুর রহমান। মিরাজের জায়গায় দলে সুযোগ পেয়েছে গেল দুই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করা সেহান। জিম্বাবুয়ে দলেও এসেছে দুটি পরিবর্তণ, দলে ফিরেছেন বায়ার্ন বার্ল ও ডোনাল্ড টিরিপানে।

জিম্বাবুয়ে সেরা একদশে জায়গা পেলেন যারা: ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিওন মায়ার্স, ডোনাল্ড টিরিপানো, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও রায়ান বার্ল।

বাংলাদেশের সেরা একাদশে জায়গা পেলেন যারা : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement