এক টেস্ট ও তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে বুধবার ভোরে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২২ ঘণ্টা ভ্রমন শেষে জটিলতায় পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। বিমামবন্দরে টাইগারররা পৌঁছালেও তাদের লাগেজ পৌঁছাতে দেরি হওয়ায় বেশ কিছুক্ষ অপেক্ষা করে লাগেজ ছাড়াই হোটেলে চলে যায় ক্রিকেটাররা।
পরে করোনা টেস্ট দলের সবার নেগেটিভ রেজাল্ট আসলেই অনুশীলন শুরু করতে পারবে তারা। দুবাই এয়ারপোর্ট থেকে দলের সাথে যোগ দিয়েছেন দুই নতুন কোচ রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স। ভিন্ন ফ্লাইটে হারারে পৌছাবেন সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলাম অনিক।
আসছে ৭ জুলাই থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। পরে ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিন ওয়ানডে। আর ২৩ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।