২৭ জুলাই, ২০২৪, শনিবার

সিরিজ জয়ের মিশনে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

Advertisement

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (রোবাবর) জিম্বাবুয়ের মুখোমিখু হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল জয় তুলে নিয়েছিলো টাইগাররা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে তারা। আইসিসি সুপার লিগে ১০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবেলির ২ নম্বরে রয়েছে বাংলাদেশ। ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা।

চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছে মোস্তাফিজুর রহমা, আর বাবা-মায়ের অসুস্থতার কারণে হুট করেই দেশে ফিরেছেন মুশি। কিছুটা চোট থাকলেও তা কাটিয়ে উঠেছে তামিম তাই তাকে নিয়েও কোন শঙ্কা নেই। লিটন দাসও রয়েছেন সুস্থ। তাই দলে বড় কোন পরিবর্তনের সম্ভবনা নেই। এদিকে জিম্বাবুয় দলে আসতে পারে পরিবর্তণ। ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন অভিজ্ঞ সিকেন্দার রাজা।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভব্য একাদশ:
বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement