১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারেনি ইসরায়েল-হামাস

Advertisement

উগাজায় হামাসের নেতা দাবি করেছেন যে, ইসরায়েল ১১ দিনের লড়াইয়ে তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারেনি।

গত মাসের রক্তক্ষয়ী সংঘাতের সময় ইসরায়েল বলেছিল, হামাসের এই টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা তাদের অন্যতম লক্ষ্য।

শনিবার হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের সামরিক লক্ষ্য হামাস কীভাবে ব্যর্থ করে দিয়েছে তা আলাদা আলাদা ভাবে তালিকা করে তুলে ধরেন।

বিবিসির মধ্য প্রাচ্য সম্পাদক সেবাস্টিয়ান আশার বলছেন, হামাস নেতা সিনওয়ার তার  বক্তব্যে হামাসের দিক থেকে আবার একবার বিজয় দাবি করেছেন। সিনওয়ার বলেন, ইসরায়েল তাদের সুড়ঙ্গে নেটওয়ার্কের তিন শতাংশের কম ধ্বংস করতে পেরেছে। ইয়াহিয়া সিনওয়ার গত মাসের ১১ দিনের লড়াইকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক সক্ষমতার একটি মহড়া বলে বর্ণনা করেছেন। তিনি আরো বলেছেন, এই সংঘাতে হামাস বেশি শক্তিশালী পক্ষ হিসেবে উঠে এসেছে।

বিবিসির মধ্য প্রাচ্য সম্পাদক সেবাস্টিয়ান আশার বলছেন, ইয়াহিয়া সিনওয়ার দাবি করেছেন হামাস তার শক্তিমত্তার যে প্রমাণ দিয়েছে তার সুবাদে হামাসের এখন পিএলও-র পুনর্বিন্যাস দাবি করার অধিকার জন্মেছে। হামাস, ইসলামিক জিহাদ এবং অন্যান্য উপদলগুলোর অংশগ্রহণ না থাকলে পিএলও-র আলোচনা শুধু কথাবার্তার মধ্যেই সীমিত থাকবে। তারা কোনো কিছু অর্জন করতে পারবে না।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement