জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে বাংলাদেশে পেয়েছে আরও ১০ পয়েন্ট। সব মিলিয়ে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ড এখন নাম্বার ওয়ান, তার পরেই বাংলাদেশের স্থান।
১৫ ম্যাচ খেলে ইংলিশদের পয়েন্ট ৯৫ ম্যাচ জিতেছে ৯টি, আর হেরেছে ৫টি। রেজাল্ট হয়নি একটিতে। টেবিলের দ্বিতীয় স্থানেই আছে বাংলাদেশ, ১০ ম্যাচের ৬টিতে জিতে টাইগারদের পয়েন্ট এখন ৬০। আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় সাথে রয়েছে সাকিব-তামিমদের বাংলাদেশ।
টেবিলের তিনে রয়েছে অস্ট্রেলিয়া, চারে পাকিস্তান। টেবিলের পাঁচ নম্বর দল এখন আয়ারল্যান্ড। ৬ নম্বরে আছে নিউজিল্যান্ড, ৮ও ৯ নম্বরে রয়েছে উইন্ডিস ও ভারত। দক্ষিণ আফ্রিকা ১০, শ্রীলঙ্কা ১২ আর জিম্বাবুয়ে রয়েছে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে।