সুপার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান

0
184
কাল থেকে মাঠে গড়াচ্ছে সুপার লিগের ম্যাচ

সবকিছু ঠিক থাকলে ছয় দল নিয়ে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের আসর। সুপার লিগের সবগুলি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে দেশের দুটি জনপ্রিয় স্পোর্টস চ্যানেল। দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সুপার-লিগে। দিনের সবচাইতে হাইভোল্টেড ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়। কিন্তু এই ম্যাচে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আজ ভোরেই পরিবারের সাথে সময় কাটাতে দেশ ছেড়েছেন আমেরিকার উদ্দেশ্যে। সকাল ৯টায় শুরু হবে প্রথম ম্যাচ। এই ম্যাচে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ-দল প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। স্থানীয় সময় বেলা দুইটায় শুরু হবে ম্যাচটি। সুপার লিগের বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০, ২২, ২৩ ও ২৫ জুন। এছাড়া রেলিগেশন লিগে আগামী তিনদিন মুখোমুখি হবে রূপগঞ্জ, পারটেক্স এবং ওল্ড ডিওএইচএস।