ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করে নিয়েছে গাজীগ্রুপ ও দোলেশ্বর। প্রথম ম্যাচে ১ ওভার ৩ বল খেলা হলেও দ্বিতীয় ম্যাচে মাঠেই নামতে পারেনি শেখ জামাল ও প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। পুরো সময়টা আড্ডা মেরেই কাটিয়েছে দুই দলের ক্রিকেটাররা। পরে অফিসিয়ালি ম্যাচ স্থগিত ঘোষণা করা হলে যার যার হোটেলে ফিরে যান দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রথম ম্যাচের মত এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করা হয়নি। সুপার সিক্সের যে কোন একটি রেস্ট ডেতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। সন্ধ্যায়, আরেক ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা মোহামেডান।