বৃষ্টির কারণে ডিপিএল সুপার লিগের প্রথম ম্যাচ পরিত্যাক্ত হলেও দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলো মাঠ কর্মীরা। সে্ট্রাল পিচ প্রস্তুত করে কাভার উঠাতেই আবারো মিরপুরে শুরু হয় বৃষ্টি। সেই কারণে কাভার দিয়ে আবারও ঢেকে ফেলা হয় সেন্ট্রাল পিস। এদিকে বৃষ্টির ব্যাপারে আবোহাওয়া অফিস বলছে, বর্ষা কালে পুরোমাস জুড়েই থেমে থেমে বৃষ্টি থাকবে। তাই বৃষ্টি কখন থামবে বা কখন আসবে এটা বলা খুব মুশকিল। এখন দেখার বিষয় বৃষ্টির বাধা টপকে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচের দুই দল প্রাইম ব্যাংক ও শেখ জামালের ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না?
এর আগে সকালে, প্রাইম দোলেশ্বর আর গাজী গ্রুপের ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে দুই দলের মধ্য পয়েন্ট ভাগাভাগি করা হয়।