ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৬৪ রান তোলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
প্রাইমের দেওয়া ১৬৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে মোহাম্জামাদ মিথুনের ৬৭ সৈকত আলীর ৬০ আর সোহানের দুর্দান্ত ৪৪ রানে ভর করে নির্ধারিত ওভারের আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
গতকাল ১৯ জুন (শনিবার) সুপার লিগের সবকটি ম্যাচ স্থগিত করা হয়েছিলো বৃষ্টির কারণে। আজ (রোববার) গাজীগ্রুপ ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি স্থগিত করা হয়েছে। ঢাকা আবাহনী ও মোহামেডানের ম্যাচটি সন্ধা সাড়ে ৬টায় মাঠে গড়ানোর কথা রয়েছে।