একে একে তারকা ক্রিকেটাররা বিদায় নিচ্ছেন ডিপিএলের সুপার-লিগ থেকে। নিশেদ্ধজ্ঞায় পড়ে সাকিব উড়াল দিয়েছেন ইউএসএতে সেখান থেকেই জিম্বাবুয়ে সফরে যোগ দিবেন তিনি। এদিকে পায়ের ইনজুরির কারণে প্রাইম ব্যাংকের তারকা ক্রিকেটার তামিম ইকবালও ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার পায়ের ইনজুরির কারণে এবার খেলতে পারছেন না ডিপিএলের সুপার লিগে। তবে ২৯ জুন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল তাই তামিম চাইছে পুরোপুরি সুস্থ হয়েই সেখানে যেতে।
এদিকে মোহামেডানের আরেক তারকা তাসকিন আহমেদও মিস করছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ। তার হাতে তিনটি সেলাই পড়েছে , ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী ৭ থেকে ৮ দিন তাকে থাকতে হবে বিশ্রামে তাই সুপার লিগে মোহামেডান পাচ্ছে না এই তারকাকে। তিনি ১১ ম্যাচে মোহামেডানের হয়ে নিয়েছেন ১০ উইকেট।
গণমাধ্যমে টাইগার পেসার বলেন, আমার ‘বল লেগে হাত ফেটে গিয়েছে। ৩টা সেলাই দিতে হয়েছে। ঠিক হতে ৬/৭ দিন লাগবে।’