সোহান ও সৈকত আলীর ব্যাটে ভর করে দুর্দান্ত জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির গ্রাউন্ড থ্রিতে রূপগঞ্জের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ রানের জয় তুলে নেয় ধানমন্ডির এই ক্লাবটি। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৩৭ রান তোলে রুপগঞ্জ। জবাবে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ তুলতেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। ফলে বৃষ্টি আইনে ৭ রানের জয় পায় শেষ জামাল ধানমন্ডি ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর:
রূপগঞ্জ ১৩৭-৬ ( ওভার ২০)
সাব্বির ৪১, নাঈম ৩০*
শাকিল ২/২৩, সৈকত ২/২৪শেখ জামাল ১২৭/৪ (ওভার ১৮)
সোহান ৪৪*, সৈকত ৪৩
হোসেন আলী ২/২৮, শহীদ ১/৩৮