২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

সৌদিতে বাস উল্টে ওমরাহ যাত্রী নিহত ২০ জন, আহত ২৯

Advertisement

সৌদি আরবের বাস উল্টে আগুন ধরে গেলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ২৯ জন। 

২৭ মার্চ (সোমবার) আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে যায়।

সংবাদমাধ্যমগুলো বলছে, বাসের যাত্রী সবাই ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। 

প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে  সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। 

পরে, দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন ও ২৯ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement