২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

স্ট্রাইক নিয়ে ঝামেলায় আম্পায়ারের সঙ্গে তর্কে সাকিব

Advertisement

নানা অনিয়ম, বিতর্কের কারণে বিপিএল নিয়ে আলোচনার শেষ নেই। সাকিব আল হাসানের কিছু কথার জেরে এবারের আসর শুরুর আগে থেকেই আলোচিত বিপিএল। শুরুর পরও সাকিবের কথার রেশ রয়ে যায়। সাকিব-বিসিবি কর্তাদের মধ্যে কথার লড়াইও হয়। এরই মধ্যে মাঠে ঢুকে নতুন বিতর্কের জন্ম দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক।

১০ জানুয়ারি (মঙ্গলবার) বিপিএলে বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে ১৫৮ রানের পুঁজি দাড় করায় রংপুর রাইডার্স। রান তাড়ায় বরিশালের হয়ে ইনিংস ওপেন করতে নামেন এনামুল হক বিজয় ও চতুরঙ্গ ডি সিলভা। শুরুতে দেখা যায় বল করতে প্রস্তুত হচ্ছেন রাকিবুল হাসান আর  স্ট্রাইক নেওয়ার জন্য হাঁটছেন চতুরঙ্গ।

কিন্তু রাকিবুলের বদলে সিদ্ধান্ত বদলে শেখ মেহেদী হাসানকে বল তুলে দিতে চান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। বরিশালও চতুরঙ্গের বদলে স্ট্রাইকে আনতে চায় এনামুল হক বিজয়।

বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানান, আম্পায়ার তাতে রাজী না হওয়ায় মাঠে ঢুকে তর্কে জড়ান সাকিব,  ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement