জিম্বাবুয়েকে সামনে পেলেই লিটনের ব্যাট পরিণত হয় তলোয়ারে। এই জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। তবে মাঝের সময়টা বেশ খারাপ কেটেছে লিটনের। ব্যাট হাতে রান পাননি তিনি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লিটনকে দেখা গেলো আগের রুপে।
ব্যাট হাতে করেছেন দুর্দান্ত সেঞ্চুরি, ম্যাচ সেরার পুরষ্কারও পেয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, আসলে আমি তো সব সময়ই চাই রান করতে কিন্তু তা হয় না। সবসময় চেষ্টা করি দলকে কিছু দেওয়ার। তবে আমার ভালো পারফর্মেন্স করার পেছনে বড়দের সমর্থনের ব্যাপারটা বেশ কাজে এসেছে। সবচাইতে বড় কথা পরিবার ও স্ত্রীর কাছ থেকে খারাপ সময়ে সমর্থন পাওয়াটাই বড় কথা।