১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

বন্ধু আলবার বিয়েতে স্পেনে এলেন মেসি

Advertisement

ক্যারিয়ারের প্রয়োজনে বার্সেলোনাকে বিদায় বলেছেন। কিন্তু দলটির খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্ব সেই আগের মতোই অটুট। লিওনেল মেসি তাই স্বস্ত্রীক স্পেনে এলেন, জর্দি আলবার বিয়েতে মাতলেন আনন্দ-উৎসবে। সে সব আনন্দঘন মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

রোমারেই ভেন্তুরার সঙ্গে গত শুক্রবার সাত পাঁকে বাধা পড়েছেন আলবা। শুভক্ষণে চেয়েছিলেন বন্ধু মেসির উপস্থিতি, যার সঙ্গে ক্লাব ক্যারিয়ারে লম্বা সময় ধরে বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন।

বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে স্ত্রী আন্তোনেল্লা রোক্কুস্সোকে নিয়ে ফ্রান্সের প্যারিস থেকে মেসি ছুটে আসেন স্পেনে। আলবার বিয়েতে দারুণ সময় কাটানোর ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।

সেখানে নিজের অনুভূতিও লিখেছেন মেসি, “ভালোবাসায় পূর্ণ সুন্দর একটি রাত উপহার দেওয়ার জন্য রোমারেই ভেন্তুরা ও জর্দি আলবা তোমাদেরকে ধন্যবাদ। আমরা তোমাদেরকে ভালোবাসি।”
অনুষ্ঠানে উপস্থিত আলবার সাবেক সতীর্থদের মধ্যে আরও ছিলেন লুইস সুয়ারেস ও সেস ফাব্রেগাস। বার্সেলোনার সাবেক এই দুই ফুটবলারও এসেছিলেন পরিবারসহ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement