৯ অক্টোবর, ২০২৪, বুধবার

স্বস্তি ফিরল শান্তিরক্ষা মিশনে, ৬০০ কোটি ডলারের বাজেটে সহমত

Advertisement

কিছুটা হলেও স্বস্তি ফিরল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো আগামী বছরের বাজেটে ১২টি শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় ৬০০ কোটি ডলারের বাজেট প্রস্তাবে সম্মত হয়েছে।

কুটনীতিকরা বলছেন, এর ফলে শান্তিরক্ষা মিশন বন্ধ হওয়া অল্পের জন্য এড়ানো সম্ভব হলো।

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত  শান্তিরক্ষার এই বাজেটে রাজি হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের বাজেট কমিটি ১৯৩ সদস্য।

বুধবার আনুষ্ঠানিকভাবে সাধারণ পরিষদে এই বাজেট অনুমোদিত হবে।

৩০ জুনের মধ্যে নতুন বাজেট অনুমোদিত না হলে যেন আপদকালীন পরিকল্পনা প্রস্তুত রাখা হয়-এ বিষয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা আগেই পরামর্শ দিয়েছিলেন।

কোনও কোনও কূটনীতিক বলছেন, আলোচনার প্রক্রিয়ায় পরিবর্তন, পদ্ধতিগত বিষয় এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে চীনের অবস্থান নিয়ে কঠোর সব আলোচনা এই সমঝোতায় বিলম্ব হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছিল।

বিশ্বে শান্তিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান সব চেয়ে বেশি, মোট বাজেটের প্রায় ২৮ শতাংশ। এরপর চীনের ১৫.২ শতাংশ ও জাপানের অনুদান ৮.৫ শতাংশ।

জাতিসংঘের চলমান শান্তিরক্ষী মিশনগুলোর বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পরিচালিত হচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement