রাজশাহী নগরীতে কিশোর ছেলের হাতে খুন হয়েছেন বাবা। ঘটনার পর ওই কিশোরকে ধরে পুলিশে হস্তান্তর করেছেন প্রতিবেশীরা। নগরীর বহরমপুর অচিনতলা এলাকায় রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল হোসেনের স্ত্রী মর্জিনা বেগম জানান, তাদের ১৭ বছরের ছেলে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝামেলা করত। রোববার সকালেও বাবার কাছে টাকা চায় সে। টাকা না পেয়ে চাচাকে ফোন করে। চাচাও তাকে টাকা দিতে রাজি হননি। এরপর ফোনেই চাচাকে গালমন্দ করতে থাকে। তাকে নিয়ন্ত্রণ করতে যান তার বাবা জুয়েল। একপর্যায়ে হাতের কাছে থাকা কাঁচি দিয়ে জুয়েলকে আঘাত করে সে। আহত জুয়েলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহযোগিতায় ছেলেটিকে আটকে রাখেন। পরে পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।