আগামী রোববার থেকে হাইকোর্ট বিভাগে ৫৩টি বেঞ্চে একযোগে ভার্চুয়ালি বিচারকাজ চলবে।
বৃহস্পতিবার (১৭ জুন) প্রধান বিচারপতির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার থেকে ভার্চুয়ালি সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে ।
হাইকোর্ট বিভাগে মোট ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে এখনও পর্যন্ত নিম্ন আদালতের নিয়মিত বিচারকার্য চলার বিষয়ে উচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা আসেনি । নিম্ন আদালতে আগের মতই মামলা দায়ের করা গেলেও নিয়মিত বিচার বন্ধ রয়েছে।
এর আগে, ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ২৩টি বেঞ্চে বিচারকাজ চলছিল।