৫ নভেম্বর, ২০২৪, মঙ্গলবার

হাতিরঝিলে বিজয় দিবসের অনুষ্ঠানে ধাক্কাধাক্কিতে ওসি আহত

Advertisement

রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গিয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ আহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিইউটি অফিসার অনাথ মিত্র।

অনাথ মিত্র বলেন, বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। ওই সময়ও বিজয় দিবসের একটি অনুষ্ঠান চলছিল। রাত ৯টার দিকে ভেতরে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। এ সময় অনুষ্ঠানস্থলের বাইরেও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হাতিরঝিল থানার ওসি ভেতরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই গ্রুপের ধাক্কাধাক্কিতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসি এখন সুস্থ রয়েছেন এবং হাসপাতাল থেকে তিনি ফিরেছেন বলে জানান হাতিরঝিল থানার ডিউটি অফিসার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement