হারারে টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। ঘরের মাটিতে জিম্বাবুয়ে বেশ ভালোই জবাব দিচ্ছে টাইগারদের। টাইগারদের দেওয়া ৪৭৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান। জিততে হলে পঞ্চম দিনে স্বাগতিকদের করতে হবে আরও ৩৩৭ রান আর টাইগারদের নিতে হবে ৭ উইকেট।
জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ৯২ রান করে আউট হয়েছেন টেইলর। ক্রিজে রয়েছেন ১৮ রান নিয়ে মায়ার্স ও ত্রিপানো। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন সাকিব, তাসকিন ও মিরাজ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ ও দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে ইনিংস ঘোষণা করেছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে সাদমান রানের দেখা না পেলেও দ্বিতীয় ইনিংসে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাদমান। আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত ছিলেন ১১৭ রানে। ৯৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান।