হারারে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১১৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। তৃতীয় দিনেও দারুণ ব্যাট করেছে জিম্বাবুয়ের ব্যাটাররা।হারারের পিচ পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকলেও বাংলাদেশের পেস বোলাররা কোন রকম সুবিধা আদায় করতে পারনি পিস থেকে।
ফলে টেইলরের ৮২ আর কায়তানুর অপরাজিত ৮২ রানের উপর ভর করে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪ রান নিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের বোলারদের মধ্যে শুধু সাকিব আল হাসান ছাড়া আর কেউই নিজেদের নামের বিচার করতে পারেনননি। সাকিব একাই নিয়েছেন তিন ইউইকেট। মিরাজ নিয়েছেন একটি আর তাসকিন শিকার করেছেন এক উইকেট।