ঢাকা প্রিমিয়ার লিগে বৃষ্টির হানায় প্রাইম ব্যাংক ও খেলা ঘরের ম্যাচটি ২০ ওভার থেকে নামিয়ে আনা হয় ১০ ওভারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়বমে, টস জিতে ব্যাট করতে নেমে কোমলের ৩১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ৬৮ রান তোলে খেলাঘর। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। এই ম্যাচের রেজাল্টও নির্ধারণ করা হয় বৃষ্টি আইনে। প্রাইম ব্যাংকের হয়ে ৩৯ রান করেন রনি তালুকদার। আনামুল হক বিজয় করেন ১৭ রান। প্রাইমের নাহিদুল নিয়েছেন ২ উইকেট আর খেলাঘরের ইরফান নেন দুইটি।