২৭ জুলাই, ২০২৪, শনিবার

১০ মিটার এয়ার রাইফেলের নারী ইভেন্টে রেকর্ড গড়ে স্বর্ণ জিতলো চিনের ইয়াং কিয়ান

Advertisement

অলিম্পিকে এসেই বাজিমাত করেছেন কিয়ান। চীনের ২১ বছর বয়সী এই শ্যুটার নতুন রেকর্ড গড়েছেন অলিম্পিকে। সেই সাথে টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ পদকটিও নিজের ঝুলিতে ভরেছেন তিনি।

শনিবার, আসাকা শ্যুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের নারী ইভেন্টে ২৫১.৮ স্কোর গড়েন তিনি। এখন পর্যন্ত অলিম্পিক শ্যুটিংয়ের ফাইনালে এই স্কোর গড়া প্রথম শ্যুটার হিসেবে রেকর্ড গড়েন কিয়ান। তবে রেকর্ড হতে পারতো রাশান আনাস্তাসিয়া গালাশিনারও। ১০ মিটার এয়ার রাইফেলে তিনি দ্বিতীয় হয়েছেন ২৫১.১ স্কোর গড়ে। মাত্র.৮০ বেশি স্কোর করলেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন তিনি।

সবচাইতে মজার ব্যপার হচ্ছে, অলিম্পিকের বাছাইয়ে কিয়ান হয়েছিলেন চতুর্থ। আর রৌপ্য পদক পাওয়া গালাশিনা হয়েছিলেন অষ্টম। ২৩০.৬ পয়েন্ট নিয়ে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন সুইজারল্যান্ডের ক্রিস্টেন। তবে অলিম্পিকের বাছাই পর্বে ৬৩২.৯ স্কোর করে রেকর্ড গড়েছিলেন নরওয়ের জেনেট হেগ। মূল আসরে এসে তিনি হয়েছেন চতুর্থ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement