গত মঙ্গলবার রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচে আঘাত পান এনামুল হক বিজয়। চতুরাঙ্গা ডি সিলভার বলে সিকান্দার রাজা বোল্ড হওয়ার পরে সেই বল গিয়ে আঘাত হানে বিজয়ের চোখের নিচে। মাঠের মধ্যেই রক্ত ঝড়েছে এ উইকেটকিপারের।
ক্ষতস্থান হতে রক্ত ঝরলেও সেদিন গ্লাভস হাতেই উইকেটের পেছনে ছিলেন বিজয়। অবশ্য হেলমেট পরে সতর্ক অবস্থায় কিপিং করছিলেন তিনি। ক্ষতের ভয়াবহতা জানা যায় পরে। ক্ষতস্থানে মোট ১১টি সেলাই লেগেছে বিজয়ের। তবে বিজয় থামেননি। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও মাঠে নেমেছেন তিনি।
ইনিংসের শুরুতে ব্যাট করে ২১ বলে ৩০ রান করেছেন। কিপিংও করেছেন এই অবস্থা নিয়েই। এরপর ম্যাচশেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনেও এসেছিলেন তিনি। নিজেই জানালেন ক্ষতস্থানের সর্বশেষ খবর।
এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘এখানে তো বল লাগল দেখলেন। ১১টা সেলাই পড়েছে। কিন্তু ঠিক আছে, ছোট ছোট সেলাই। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবো। চোখে ওরকম কোনো সমস্যা হচ্ছে না।’