২৭ জুলাই, ২০২৪, শনিবার

১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর কুমিল্লার

Advertisement

একদিন বিরতি দিয়ে আজ ফের শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডমিনেটর্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ ও মোহাম্মদ রিজওয়ান। বেশি আক্রমণাত্বক মেজাজে ছিলেন খুশদিল। ১৮ বলে অর্ধশত পূরণ করা খুশদিল ২৪ বলে ৭ চার ৫ ছক্কায় ৬৪ রানের বিধ্বংসী ইনিংসে খেলেছেন তিনি। ১৯তম ওভারে সৌম্য সরকারের বলে লেগ বিফোর হয়ে থামে তার ব্যাটিং ঝড়।

এছাড়া ওপেনিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ান খেলেছেন ৪৭ বলে ৫৫ রানের ইনিংস। হাঁকিয়েছেন ১টি চার এবং ৩টি ছক্কা। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস। ১৯ বলে ২০ রান করেন জনসন চার্লস। ঢাকা ডমিনেটর্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, নাসির, ইমরান এবং সৌম্য।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement