১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক

Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ মো. শাহআলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের তারিকাটা বাজার থেকে তাকে আটক করা হয়। সে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালীয়া ইউনিয়নের মনোসাতলী গ্রামের আবদুর সত্তারের ছেলে ও পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.গোলাম মাওলা জানান, রাত আড়াইটার সময় কলাপাড়া সিমান্ত পার হয়ে পার্শ্ববর্তী তালতলী উপজেলায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ওসি জসিম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement