দেশের আবহাওয়া আগামী ২৪ ঘন্টায় শুষ্ক থাকবে। তাছাড়া আগামী কয়েকদিন সারাদেশে রাতের তাপমাত্রা ১০ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করবে। আজ ১৬ ডিসেম্বর সকালে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা যায়।
এ নিয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী কয়েকদিন ঢাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশা থাকবে।
তাছাড়াও রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ এলাকায় রাতের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে উঠানামা করতে পারে।