আজ ৯ জানুয়ারী (সোমবার) সকালে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাট এলাকা থেকে দুই বস্তা (৩৫ কেজি) গাঁজাসহ বিরপাশা গ্রামের মজিবুর রহমানের ছেলে শাকিল (২১) ও গাঁজা বহনকারী আটো ড্রাইভার আমিরাবাদ গ্রামের নজরুল ইসলাম ওরফে কুট্রি’ সরদারের ছেলে লিমনকে (২৫) আটক করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ দুই বস্তায় মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার এবং ওই দুই ব্যক্তিকে আটক করে।
বাউফলে এ যাবৎকালে গাঁজার বড় চালান আটক হলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।