হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭৭ রানের জয়ের টার্গেটে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই দলীয় চার রানে স্বাগতিকদের অপেনার মারুমাকে তুলে নিয়ে প্রথম আঘাতকরেন তাসকিন আহমেদ। এর পরেই দলীয় ১৩ রানে অলরাউন্ডার সাইফউদ্দিনের শিকার হন উইস্টেল। দলিয় ৪৯ রানে মোস্তাফিজের জায়গায় মাঠে আমা শরিফুল তার ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন। ব্যাক্তিগত ১৮ রানে মায়ার্স ফিরে যান মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে।