ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ম্যাচ চলার সময় বিবাদের কারণে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে সিসিডিএম। ১৬ জুন বুধবার বিকেএসপিতে শেখ জামাল ও রূপগঞ্জের ম্যাচে দুই দলের খেলোয়াড় সাব্বির রহমান ও ইলিয়াস সানি বিবাদে জড়ান।
শেখ জামালের হয়ে এবারের প্রিমিয়ার লিগে খেলছেন ইলিয়াস সানি আর রূপগঞ্জের হয়ে খেলছেন সাব্বির রহমান। পরে সিসিডিএম এই ঘটনার তদন্ত করে তাদের মধ্যে সাব্বিরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করলেও শতর্ক করে দিয়েছে শেখ জামালের স্পিনার ইলিয়াস সানিকে। এছাড়া রূপগঞ্জের ম্যানের সুলতান মাহমুদকেও জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
বিকেলে বিসিবির হোয়ার্টসঅ্যাপ গ্রুপে এই সংবাদ গণমাধ্যমকর্মীদের দেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।