২৭ জুলাই, ২০২৪, শনিবার

৭ নম্বর জার্সিই পাচ্ছেন সিআরসেভেন

Advertisement

জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর পর থেকেই গুঞ্জন রোনালদো তার ৭ নং জার্সিটি পাচ্ছেন তো? তখন শোনা গেছে রোনালদোকে নিতে হবে অন্যকোন জার্সি নম্বর। কারণ ম্যানইউতে খেলা কাভানি পড়তেন ৭ নম্বর কিন্তু এই কাভানিই এখন বেছে নিয়েছেন ২১ নং জার্সিটি। তাই জার্সি নম্বর নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হলো অবশেষে। ম্যানচেস্টার ইউনাইটেডে ৭ নম্বর জার্সিই পরবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এতদিন সাত নম্বর পরা এডিনসন কাভানি বেছে নিয়েছেন ২১ নম্বর জার্সি।

এক টুইটে জানিয়ে দিয়েছে ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কোনো ফুটবলারকে একটি জার্সি নম্বরে নথিভুক্ত করলে, সেটা পরেই বাকি মৌসুম খেলতে হবে। যদি কোনো ফুটবলার মৌসুমের মাঝপথে দল ছেড়ে চলে যায়, তবেই অন্য ফুটবলার সেই জার্সি পরে খেলতে পারবেন।

ম্যানইউতে ২১ নম্বর জার্সি পরতেন ড্যানিয়েল জেমস। দলবদলের শেষদিনে তাকে লিডসের কাছে বিক্রি করে দেয় রেড ডেভিলরা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement