ডিপিএল ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে গাজীগ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে তারা। সকালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। দুই ব্যাটার মোহাম্মাদ আশরাফুল ও সৈকত আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোরের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১৫১ রান তোলে শেখ জামাল। আশরাফুলের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪১ রান। গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাজমুদউল্লাহ রিয়াদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
জামালের দেওয়া ১৫২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় গাজী গ্রুপ। ম্যান অব দ্যা ম্যাচ রিয়বদ খেলেন ৬২ রানের ইনিংস। আর মুমিনুল হক করেছেন ৫৪ রান। বল হাতে গাজী গ্রুপের হয়ে আনামুল হক পেয়েছেন দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৫১/৭, ২০ ওভার; (মোহাম্মদ আশরাফুল ৪১, সৈকত আলী ৩৩, নাসির হোসেন ২০, জিয়াউর রহমান ২১, সহরোয়ার্দী শুভ ১১*, নুরুল হাসান সোহান ১১, মাহমুদউল্লাহ রিয়াদ ২/২৩, মুকিদুল ইসলাম মুগ্ধ ২/৩৬, সৌম্য সরকার ১/১৪)।
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৫৬/৩, ১৮.৫ ওভার; (মাহমুদউল্লাহ রিয়াদ ৬২*, মুমিনুল হক ৫৪, সৌম্য সরকার ১৩, শাহাদাত হোসেন দিপু ১৩, জাকির হাসান ১০*, এনামুল হক জুনিয়র ২/২১, সালাহউদ্দিন শাকিল ১/২৯)।