৭ মে, ২০২৪, মঙ্গলবার

অলিম্পিক সাঁতারে আরিফুল চান নিজের সেরা টাইমিং

Advertisement

অলিম্পিকের প্রস্তুতিটা আরিফুল সেরেছেন ফ্রান্সে। তিনি সেখানেই থাকছেন বর্তমানে। ফ্রান্স থেকেই সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ অলিম্পিক দলের সাথে। আরিফুলের বর্তমান টাইমিং ২৪ দশমিক ৯২। টোকিওতে অলিম্পিক ভিলেজে নিয়মিতই অনুশীলন করে যাচ্ছেন তিনি। সাথে রয়েছেন বাংলাদেশি নারী সুইমার জুনাইনা আহমেদ। দুজনই ৫০ মিনটার ফ্রি স্টাইলে পুলে নামবেন ৩০ জুলাই (শুক্রবার)। তার আগে দুজনই নিজেদের ঝাঁলিয়ে নিচ্ছেন অনুশীলনে। তাদের অলিম্পিকের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন কে স্পোর্টসের সাথে।

কো-স্পোর্টসের সাথে একান্ত আলাপে দেশসেরা সাঁতারু আরিফুল জানালেন, টোকিয় অলিম্পিকে আপাদত তাদের লক্ষ্য নিজেদের সেরা টাইমিংটা করা। তাই অনুশীলনে বাড়তি মনোযোগ তার।

সুইমিং থেকে বাংলাদেশ পদক পাবে কি না এই প্রশ্নের উত্তরে আরিফুল ঠাট্টা করেই বলেন, ‘ইটস সুইমিং ভাই’ অলিম্পিকে আমাদের জন্য কোয়ালিফাই করাটাই কঠিন, তবে পদকের আশা না থাকলেও চাই আমরা যেনো নিজেদের সেরা টাইমিংটা করতে পারি। আরিফুলের মত জুনাইনারও ইচ্ছে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করার।

সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ থেকে ৭টা ২৫ মিনিটে ৫০ মিটার ফ্রি স্টাইলে পুলে নামবেন বাংলাদেশের দুই সুইমার আরিফুল ও জুনাইনা আহমেদ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement