২ জুন, ২০২৪, রবিবার

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের ২১ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

Advertisement

মেলবোর্নে গত ২৬ আগস্ট বাংলাদেশের ২১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে পাঁচ সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামের এই প্রদর্শনী আয়োজন করছে ডিকিন ইউনিভার্সিটি আর্ট গ্যালারি। এই প্রদর্শনী দর্শকদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিকিন ইউনিভার্সিটির কালচারাল হেরিটেজ এবং মিউজিয়াম স্টাডিস বিভাগের অধ্যাপক গেই স্কালথর্প। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল মেম্বার অফ পার্লামেন্ট কারিনা গারল্যান্ড, বাংলাদেশের অস্ট্রেলিয়া ট্রেড কমিশনের পরিচালক মিনহাজ চৌধুরী, অস্ট্রেলিয়া মাল্টিকালচারাল কমিশনের সদস্য সুসান জিন ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ও ডিকিন ইউনিভার্সিটির উপাচার্য।
প্রদর্শনী আয়োজনের উদ্যোক্তা আর সার্বিক সহযোগিতা করেছেন মেলবোর্ন অভিবাসী শিল্পানুরাগী বাঙালি দম্পতি আতিক ও নিরুপমা রহমান। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি চিত্রশিল্পীদের কাজ সংগ্রহ করে চলেছেন। এই শিল্পানুরাগী দম্পতির ব্যক্তিগত সংগ্রহ থেকে ৩১টি বাংলাদেশি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে ডিকিন ইউনিভার্সিটি আর্ট গ্যালারি।

শিল্পীরা হলেন-আব্দুল মান্নান, আব্দুস শাকুর শাহ, অলকেশ ঘোষ, বীরেন সোম, ফরিদা জামান, ফেরদৌসি প্রিয়ভাষীনি, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, কারু তিতাস, কাজী শহীদ, মোহাম্মদ ইকবাল, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কাইয়ূম চৌধুরী, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, শেখ আফজাল ও সমরজিৎ রায় চৌধুরী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement