২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

অস্ট্রেলিয়া ছেড়েই গেলেন জকোভিচ

Advertisement

নাটকই যেন মঞ্চস্থ হলো গেল কয়েকদিন। প্রথমে বিশেষ বিবেচনায় ভিসা দেওয়া হয়েছিল। জোকোভিচ অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পরই আবার বাতিল করা হয় সেটি। এরপর তিনি দ্বারস্থ হন আদালতের। অনুমতি পান থেকে যাওয়ারই। কিন্তু ফের সুপ্রিম কোর্ট বাতিল করে ওই রায়।

শেষ অবধি অস্ট্রেলিয়া ছেড়েছেন নোভাক জোকোভিচ। রোববার সকালে তার আইনজীবি সুপ্রিম কোর্ট থেকে রায় আনতে বাধ্য হন। এরপরই দেশ ছাড়েন এই তারকা। সার্ভিয়ান তারকা এমিরেটস ফ্লাইটের বিমানে স্থানীয় সময় সাড়ে ১০টায় দুবাইয়ের উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়েন।

গেল শুক্রবার দেশটির অভিবাসন মন্ত্রী জনস্বার্থের কথা মাথায় রেখে জকোভিচের ভিসা বাতিলের আদেশ দেন। তার বিরুদ্ধেই আপিল করেছিলেন জকোভিচ। তবে এবার আর জিততে পারেননি তিনি। রোববার দুপুরে ফেডারেল আদালতের তিন বিচারক অ্যালসপ, ও’কালাহান, ও বেসাঙ্কো জনস্বার্থের কথা মাথায় রেখে ৩৪ বছর বয়সী সার্বিয়ানের ভিসা বাতিলের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছেন। তাদের রায়ের পক্ষে যাবতীয় তথ্য পরবর্তীতে দেওয়া হবে বলে জানানো হয়।

তবে এই রায়ের ফলে এখন অস্ট্রেলিয়া ছাড়তে হবে তাকে। তার আগ পর্যন্ত তাকে আটকে রাখা হবে মেলবোর্নে। এখানেই শেষ নয়, এই নির্বাসনের সিদ্ধান্তের সঙ্গে সাধারণত পরের তিন বছর অস্ট্রেলিয়ায় পা রাখাতেও থাকে নিষেধাজ্ঞা। বিশেষ বিবেচনায় না আনা হলে জকোভিচ আগামী তিন বছরও নিষিদ্ধ থাকবেন অস্ট্রেলিয়ায়। যেটা হলে চলতি বছর তো বটেই, পরবর্তী তিন বছরও বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে না জকোভিচকে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement