২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

আইপিও আবেদন গ্রহণ শুরু করেছে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স

Advertisement

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু করেছে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ (২৫ সেপ্টেম্বর) রোববার আইপিও আবেদন শুরু হয়েছে। যা চলবে ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এতে প্রাতিষ্ঠানিক, ব্যক্তি এবং সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করছেন।

চলতি বছরের ৬ জুলাই কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

পুঁজিবাজারে টাকা দিয়ে সরকারি সিকিউরিটিজ কিনবে, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির লাইফ ইনস্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement