১৯ মে, ২০২৪, রবিবার

৫০০শর বেশি আইপিটিভির আবেদন, ধাপে ধাপে অনুমোদন

Advertisement

নিবন্ধন এবং অনুমোদনের জন্য সরকারের কাছে ৫শর বেশি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপি টিভির আবেদন জমা পড়েছে। এরমধ্যে চলতি মাসে ১০ থেকে ১৫টি আইপি টিভির অনুমোদন দিতে পারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

জানা গেছে, যাচাই-বাছাইয়ের পর জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার আলোকে এসব আইপি টিভিকে নিবন্ধন দেবে সরকার। পর্যায়ক্রমে আরও আইপি টিভিকে নিবন্ধনের আওতায় আনা হবে।

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় নিবন্ধন সম্পর্কে বলা হয়, সকল অনলাইন গণমাধ্যমকে কমিশনের কাছে নিবন্ধিত হতে হবে। তবে কমিশন গঠন না হওয়া পর্যন্ত সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো সংযুক্ত সংস্থা নিবন্ধনের দায়িত্ব পালন করবে। নিবন্ধন কর্তৃপক্ষ নির্দিষ্ট বিধি-বিধান অনুসরণ করে অনলাইন গণমাধ্যমকে নিবন্ধিত করবে। বিদ্যমান অনলাইন গণমাধ্যমগুলো শর্তপূরণ সাপেক্ষে নিবন্ধিত হবে।

এতে আরও বলা হয়, সরকার অংশীজনদের সাথে আলোচনা করে নিবন্ধন প্রদানের ক্ষেত্রে একটি বিধিমালা প্রণয়ন করবে। এতে নিবন্ধন প্রদান পদ্ধতি, যোগ্যতা ও অযোগ্যতা, বাতিলের বিধান বর্ণিত থাকবে। এ সম্পর্কিত আইন/বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত অথবা আইন/বিধিমালা/নীতিমালায় অস্পষ্টতা থাকলে সরকার এ সব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। নিবন্ধন পাওয়া সকল অনলাইন গণমাধ্যম সরকারের কাছে স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে।

জানা গেছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার আওতায় আপাতত ১০ থেকে ১৫টি আইপি টিভিকে নিবন্ধন দেওয়া হবে। এ মাসের মধ্যেই এসব আইপি টিভিকে নিবন্ধন দেওয়া হবে। পরে ধাপে-ধাপে আরও কিছু আইপি টিভিকে নিবন্ধন দেওয়া হবে।

তবে নিবন্ধন পেলেও আইপি টিভি থেকে এই মুহুর্তেই সংবাদ প্রচার করা যাবে না। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় স্পষ্টভাবে এ শর্ত বলা হয়েছে। সেক্ষেত্রে পৃথক অনুমতি নিতে হবে। নীতিমালা প্রণয়নের পরে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement