৩ মে, ২০২৪, শুক্রবার

আশা করি, আমরা তাকে বার্সায় আবার দেখতে পাবঃ জাভি

Advertisement

যতই দিন যাচ্ছে, পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন বেশ জোড়ালো হয়ে উঠছে। স্প্যানিশ মিডিয়ায় আসছে একের পর এক সংবাদ। দাবি করা হচ্ছে যে, মেসি এবং বার্সা উভয় পক্ষই নাকি একে অন্যকে শর্ত দিয়েছে। সাবেক সতীর্থ মেসিকে আবারও বার্সেলোনায় দেখতে চান জাভি। তবে তিনি মনে করেন, বিষয়টা পুরোপুরি নির্ভর করছে মেসির ওপর। এই মুহূর্তে বার্সা দুটি শিরোপার লড়াইয়ে থাকায় মেসিকে নিয়ে ভাবতে নারাজ জাভি।

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আজ শনিবার লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার আগের দিন সংবাদ সম্মেলনে মেসি বিষয়ক প্রশ্নের জবাবে জাভি বলেছেন, ‘আমি মনে করি, মেসির এখানে ফেরা নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। আমি প্রায়ই লিওর (লিওনেল মেসি) সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য বা ক্লাবের জন্যও নয়। এই বিষয়ে অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’

বার্সা ম্যানেজার আরও জানান, মেসি ফিরলে তিনি খুশিই হবেন। জাভির ভাষায়, ‘আশা করি, আমরা তাকে এখানে আবার দেখতে পাব। (মেসিকে বার্সেলোনায় দেখলে) আমি সবচেয়ে বেশি খুশি হবো। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়। আমরা দুটি শিরোপা জয় থেকে এক মাস দূরে আছি এবং এখন সময়টা সেদিকে মনোযোগ দেওয়ার। তবে বিষয়টা আমার ওপর নির্ভর করে না, লিও কী চায় তার ওপর নির্ভর করছে। সে ফুটবলে সবকিছু করেছে, সবকিছু জিতেছে, কী করলে সে খুশি হবে, তার ওপর নির্ভর করে।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement