৩০ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

ইউএস-বাংলার প্রথম ফ্লাইটকে মালে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

Advertisement

ইউএস-বাংলা বাংলা এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইটকে মালদ্বীপের মালে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বিমানটি মালদ্বীপের বিমানবন্দরে অবতরণ করার পর এভিয়েশন এর রেওয়াজ অনুযায়ী জলকামান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ছেড়ে যায় ইউএস-বাংলা বাংলা এয়ারলাইন্সের প্রথম বিমান। যা স্থানীয় সময় আনুমানিক বেলা ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করে।

তার আগে সকাল নয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মালদ্বীপের উদ্দেশে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

উল্লেখ্য ঢাকা-মালে ইউএস-বাংলার দশম আন্তর্জাতিক গন্তব্য। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেশি কোনো এয়ারলাইন্স আবারও বাংলাদেশ থেকে সরাসরি মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করল। এর আগে ২০০৮-০৯ সালে এই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল বেসরকারি বিমান সংস্থা বেস্ট এয়ার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement