১৪ মে, ২০২৪, মঙ্গলবার

একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে

Advertisement

একাদশ/সমমান শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে এ আবেদন শুরু হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে আবেদন চলছে।

(১৮ জানুয়ারি) পর্যন্ত তিন ধাপে আবেদন গ্রহণ ও মেধাতালিকা প্রকাশ করা হবে। তালিকাভুক্তদের নির্ধারিত সময়ে ভর্তির জন্য ৩২৮ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। ২২ থেকে (২৬ জানুয়ারি) পর্যন্ত ভর্তি গ্রহণ চলবে।

এরপর (১ ফেব্রুয়ারি) থেকে ক্লাস শুরু হবে। ভর্তির জন্য এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫ হাজার আর ননএমপিওতে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন শুরুর কথা জানিয়ে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে বলা হয়েছে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাত ১১টা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন বন্ধ থাকবে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা-২০২২ অনুযায়ী অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তির কার্যক্রম করা হবে না বলেও জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement