৫ মে, ২০২৪, রবিবার

এক পলকে মনে হবে ধানক্ষেতে দুলে উঠছে পতাকা!

Advertisement

এক পলকে মনে হবে যেন ধানক্ষেতে দুলে উঠছে পতাকা! আমাদের জাতীয় পতাকা। সবুজের বুকে লাল বৃত্ত! দূর থেকে অবশ্য কিছুটা লালই মনে হয়। তবে সামনে গেলে দেখা যায় হালকা বেগুনি।

জাতীয় পতাকার আদলে এমনিই ধানের মাঠ গড়ার শখ ছিল ব্যবসায়ী রণঞ্জিৎ সাহার। কিন্তু লাল রঙের ধান গাছ না হওয়ায় সেই শখ পূরণ হয়নি। কিন্তু হার মানেননি তিনি। জাতীয় পতাকার মাঝের বৃত্ত তিনি ভরাট করেছেন বেগুনি রঙের এক ধরনের ধান গাছ দিয়ে। প্রথমে চারপাশে বেগুনি রঙয়ের ধান দিয়ে বর্ডার তৈরি করেছেন। এরপর ভেতরে সবুজ আর মাঝে সেই বেগুনি রঙের ধানের চারা দিয়ে জাতীয় পতাকার আদলে একটি ধানক্ষেত তৈরি করেছেন।

তবে সামনে থেকে বেগুনি রঙটা বোঝা গেলেও, দূর থেকে সবুজের বুকে কখনো কখনো লাল মনে হচ্ছে। অনেকটাই আমাদের জাতীয় পতাকার মতো।

শেরপুরের নালিতাবাড়ীতে রূপনারায়ণকুড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষি খামারে এই ব্যতিক্রমী কাজটি করেছেন রণঞ্জিৎ সাহা।

অনেক দর্শনার্থী এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করে। দূরদুরান্ত থেকে লোকজন এই জায়গায় এসে সেলফি তোলেন।

রণঞ্জিৎ সাহা বলেন, অনেকে গাড়ি থামিয়ে এই ধানক্ষেতের সামনে সেলফি তোলেন, তখন খুব ভালো লাগে দেখতে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement