১১ মে, ২০২৪, শনিবার

এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচা মরিচের দাম

Advertisement

রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে মাত্র সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকায়। এত বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। 

ঢাকার কাওরান বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকায়, সেই মরিচ এলাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকায়। রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দামের এমন চিত্র দেখা গেছে। 

কাওরান বাজারের একজন সবজি বিক্রেতা বলেন, সাধারণত বাজারে দুই ধরনের মরিচ বেশি বিক্রি হয়। একটিকে দেশিজাত, অন্যটিকে বিন্দু মরিচ বলে। কাওরান বাজারে দেশি মরিচের পাল্লা ৪০০-৪৫০ টাকা এবং বিন্দু মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা পাল্লা। সরবরাহ আগের মতোই মনে হচ্ছে। তারপরও দাম একটু বেশি। 

রফিক মণ্ডল নামে একজন ক্রেতা বলেন, বর্তমানে চাকরিজীবীদের টিকে থাকা দায়। প্রতিদিনই কিছু না কিছু পণ্যের দাম বাড়ছে। সরকার বা সরকারের কোনো কোনো সংস্থার নিয়ন্ত্রণ নেই। মাঝখান থেকে আমাদের মতো নিম্নবিত্তের সমস্যার শেষ নেই।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement