২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

এনজিওকর্মীকে গণধর্ষণের মামলায় ৩ যুবকের যাবজ্জীবন

Advertisement

বাগেরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণ অপরাধের মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফকিরহাট উপজেলার জারিয়া মাইত কামরা গ্রামের শের আলীর ছেলে মো: মামুন, ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারির ছেলে মো: ফিরোজ নিকারি ও ভাট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। এদের মধ্যে ফিরোজ নিকারি পলাতক আছেন।

একইসাথে আসামিদের ১০ লাখ টাকা জরিমানা বা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার তথ্যানুসারে, ফকিরহাট উপজেলার মাইত কামরা গ্রামে কয়েকজন যুবক ২০২০ সালের ১০ অক্টোবর ভাড়া বাড়িতে একজন এনজিওকর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ছবি তোলে। পরদিন ওই নারী তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট থানায় মামলা করেন।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম বিভাগের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, ধর্ষণ ও পর্নোগ্রাফির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement